সংগঠণের লক্ষ্য ও উদেশ্য:-
বরিশালের পিছিয়ে পড়া এলাকার উন্নয়নে বিভিন্ন সেচ্ছাসেবী কর্মীদের একই ছাদের নিচে এনে সমন্বয় সাধন ও এলাকার উন্নয়নে যুব সমাজকে দল মত নির্বিশেষে জাগরিত করে তুলে সার্বিক উন্নতিতে অবদান রাখাই এই সংগঠণ এর মূল উদেশ্য।সংগঠনটির প্রধান লক্ষ্যসমূহ হলো:-
১.একটি অরাজনৈতিক, সেচ্ছাসেবী, কল্যাণমূলক প্রতিষ্ঠান বা সংগঠণ হিসেবে জাতি, ধর্ম সকলের সেবা করা।
২.সংগঠণ এর সদস্যদের মধ্যে একাত্ববোধ,সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ইত্যাদির উৎকর্ষ সাধন এবয় প্রয়োজনে একে অপরকে সাহায্য -সহযোগিতা করা।
৩.যে কোন স্থানে দুর্ভিক্ষ, মহামারী,বন্যা বা আকস্মিক দুর্ঘটনা ঘটলে সংগঠনের সদ্যদের সৌজন্যে সে স্থানে সাধ্যমত আর্থিক সহায়তা দান ও পূর্নবাসনে সাহায্য করা।
৪.সংগঠণ এর উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহন করা।যেমন-মৎস চাষ,হাঁস-মুরগী প্রতিপালন,সেলাই প্রশিক্ষন,হস্তশিল্প ব্লোক ব্যাটিক,প্রিন্টিং ও মোবাইল সার্ভিসিং প্রশিক্ষন সংক্রান্ত প্রকল্প গ্রহন ইত্যাদি।
৫.সংগঠনের সদস্যদের মানসিক বিকাশের জন্য বিনোদনমূলক অনুষ্ঠানাদির আয়োজন এবং জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা।জাতীয় দিবস সমূহ উদযাপন,কুইজ প্রতিযোগিতা, পূণমির্লনী অনুষ্ঠানাদির আয়োজন এবং জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা।জাতীয় ও আন্তজার্তিক যুব দিবস সমূহ উদযাপন করা।
৬.পরিকল্পিত পরিবার গঠনের বিষয়ে সদস্য ও জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে উদ্যেগ নেয়া।
৭.মাদকমু্ক্ত সমাজ গঠনে ভুমিকা রাখা।সামাজিক অসঙ্গতি নিরসন করা।
৮.প্রতিবন্ধীদের সেবায় সার্বিক সহযোগিতা করা।
৯.দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের কে বৃত্তি, শিক্ষা উপকরণ ও সসংবর্ধনা প্রদান এর ব্যবস্থা গ্রহণ।
১০.কার্যএলাকায় দরিদ্র মা ও শিশুর স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ। (সংশ্লিষ্ট বিভাগের অনুমতিক্রমে)
১১.কন্যাদ্বায়স্থ দরিদ্র পিতাকে আর্থিক সাহায্য প্রদান করা।দরিদ্র মৃত ব্যক্তিদের দাফন কাফনের ব্যবস্থা গ্রহণ করা।
১২.জাতীয় স্বার্থে সকল সামাজিক ও সচেতনতামূলক ক্যাম্পেইন এর আয়োজন করা।
১৩.গনশিক্ষা কার্যক্রম এর ব্যবস্থা করা।
১৪.স্যানিটেশন নিয়ে সচেতনতা, প্রচার প্রচারনা ও স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করা।